ই-পাসপোর্ট খরচ কত। ই-পাসপোর্ট খরচ সম্পর্কে জেনে নিন। ই পাসপোর্ট করতে কত টাকা লাগে

ই পাসপোর্ট করতে কত টাকা খরচ লাগে আপনার  মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকলে এ পোস্ট থেকে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা নিতে পারবেন ই-পাসপোর্ট করতে কত টাকা খরচ পড়বে।  ই পাসপোর্ট করতে কত খরচ পড়বে তা নির্ভর করে আপনার আবেদনের উপর আপনি নিয়মিত আবেদন করলে টাকা কম লাগবে, জরুরী আবেদন করলে তার চেয়ে একটু বেশি লাগবে। আপনি যদি অতি জরুরী আবেদন করেন তাহলে খরচ বেশী লাগবে 

ই পাসপোর্ট করতে খরচ কত, ই-পাসপোর্ট করচ ২০২২,e passport fee, fees e passport, খরচ কতো ই পাসপোর্ট এর, ই-পাসপোর্ট করতে কত টাকা খরচ পড়বে


ই-পাসপোর্ট ৪৮/৬৪ পৃষ্ঠা ৫/১০ মেয়াদে করতে কত টাকা লাগবে  সাধারণত বা নিয়মিত বিতরণ, জরুরী বিতরণ অতিজরুরী বিতরণ। ই পাসপোর্ট কোনটা করতে কত টাকা লাগে সমস্ত বিষয় আলোচনা করব। 

বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন ই-পাসপোর্ট কত টাকা খরচ পড়বে আলোচনা করা হলো : 

প্রথমেই আমরা জেনে নেই ই-পাসপোর্ট বিতরণের সময় গুলো 

ই-পাসপোর্ট নিয়মিত : যে দিন ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলবেন ঐ দিন থেকে বিতরণ ১৫ থেকে ২১ কর্মদিন। সাধারোনত বাংলাদেশ ই পাসপোর্ট অফিস বলে থাকে পাসপোর্ট বিতরণ করতে গিয়ে অতিরিক্ত আরো সময় লেগে যায়। 

ই-পাসপোর্ট জরুরী: যে দিন ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলবেন ঐ দিন থেকে বিতরণ ৭ থেকে ১০ কর্মদিন মধ্যে দিয়ে থাকে । 

ই-পাসপোর্ট অতীব জরুরী: যে দিন ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলবেন ঐ দিন থেকে বিতরণ ২ কর্মদিন মধ্যে দিয়ে থাকে । 

ই পাসপোর্ট এর আবেদন করতে সরকার যে ১৫% ভ্যাট রয়েছে সেই ১৫ % ভ্যাটসহ নিচে ই পাসপোর্ট এর খরচ সমূহ তুলে ধরা হলো।

ই-পাসপোর্ট অনলাইনে আবেদন করার নিয়ম

৪৮ পৃষ্ঠা ই পাসপোর্ট ৫ বছর মেয়াদে খরচ 

  • নিয়মিত বিতরন > ৪০২৫ টাকা। 
  •  জরুরী বিতরণ > ৬৩২৫ টাকা। 
  • অতীব জরুরী বিতরণ > ৮৬২৫ টাকা। 

৪৮ পৃষ্ঠা ই পাসপোর্ট ১০ বছর মেয়াদে খরচ 

  • নিয়মিত বিতরন > ৫৭৫০ টাকা। 
  •  জরুরী বিতরণ > ৮০৫০ টাকা। 
  • অতীব জরুরী বিতরণ > ১০৩৫০ টাকা। 

৬৪ পৃষ্ঠা ই পাসপোর্ট ৫ বছর মেয়াদে খরচ 

  • নিয়মিত বিতরন > ৬৩২৫ টাকা। 
  •  জরুরী বিতরণ > ৮৬৩৫ টাকা। 
  • অতীব জরুরী বিতরণ > ১২০৭৫ টাকা। 

৬৪ পৃষ্ঠা ই পাসপোর্ট ১০ বছর মেয়াদে খরচ 

  • নিয়মিত বিতরন > ৮০৫০ টাকা। 
  •  জরুরী বিতরণ > ১০৩৫ টাকা। 
  • অতীব জরুরী বিতরণ > ১৩৮০০ টাকা। 


বাহিরের রাষ্ট্র থেকে, বিদেশ থেকে যারা ই পাসপোর্ট এর জন্য আবেদন করবেন তাদের খরচ তুলে ধরা হলো : 


৪৮ পৃষ্ঠা ই পাসপোর্ট ৫ বছর মেয়াদে খরচ 

  • নিয়মিত বিতরন >  30$ USD
  •  জরুরী বিতরণ > 45$ USD 

৪৮ পৃষ্ঠা ই পাসপোর্ট ১০ বছর মেয়াদে খরচ  

  • নিয়মিত বিতরন >  50$ USD
  •  জরুরী বিতরণ > 75$ USD 

৬৪ পৃষ্ঠা ই পাসপোর্ট ৫ বছর মেয়াদে খরচ 

  • নিয়মিত বিতরন >  150$ USD
  •  জরুরী বিতরণ > 200$ USD 

৬৪ পৃষ্ঠা ই পাসপোর্ট ১০ বছর মেয়াদে খরচ 

  • নিয়মিত বিতরন >  175$ USD
  •  জরুরী বিতরণ > 225$ USD

আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। যদি কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই জানাবেন।

নিচে পাসপোর্ট এর আরো কয়েকটি স্ট্যাটাস সম্পর্কের লিংক দেওয়া আছে চাইলে লিংক ক্লিক করে  পড়ে নিতে পারেন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url